প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ২:১০ পি.এম
যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য তীব্র তুষারঝড়ের কবলে। ঝড়ের কবলে পড়ে এরইমধ্যে সড়ক দুর্ঘটনায় কানসাসে ২ জন ও মিসৌরিতে তিনজন মারা গেছেন।
মার্কিন আবহাওয়া দফতর জানায়, দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ৩০টি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি বাসিন্দা আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন। সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
আবহাওয়াবিদদের মতে, এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও সর্বনিম্ন তাপমাত্রার কারণ হতে পারে এই তুষারঝড়।
এরইমধ্যে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। বন্ধ ঘোষাণা করা হয়েছে স্কুল কলেজসহ সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে প্রধান সড়ক।
তবুও ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় কানসাসে দু’জন ও মিসৌরিতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, ওয়াশিংটন ডিসিতে ১৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।
এদিকে, তুষারঝড়ের কবলে পড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় সাড়ে ৩ লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা।
অন্যদিকে, তুষারঝড়ের মধ্যেই বরফের বল দিয়ে খেলায় মেতেছেন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। তীব্র ঠান্ডার মধ্যেই একে অপরের দিকে বল ছুড়ে তুষারপাত উপভোগ করেছেন তারা। বড়দের পাশাপাশি এই খেলায় অংশ নেয় ছোটরাও। বাদ যায়নি পোষা কুকুরও।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho