
শক্তিশালী ভূমিকম্পে চীনের তিব্বত অঞ্চলে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। এতে ১৩০ জন আহত হয়েছেন। আল-জাজিরা এক প্রতিবেদনে মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কয়েক ডজন আফটারশক অনুভূত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকা পড়াদের উদ্ধারে প্রায় দেড় হাজার কর্মী মোতায়েন করা হয়েছে। ড্রোনও ব্যবহার করা হচ্ছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হতাহতের সংখ্যা কমাতে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের জন্য সর্বাত্মক চেষ্টা এবং উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। এদিকে, শক্তিশালী এই ভূমিকম্পে তিব্বত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটানও কেঁপে উঠেছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেছেন, আজ সকাল ৭টা ৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে।
উল্লেখ্য, গত পাঁচ বছরে তিব্বতের শিগাতসে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ২০০ কিলোমিটারের মধ্যে তিন বা তারও বেশি মাত্রার ২৯টি ভূমিকম্প হয়েছে। ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ মারা যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho