প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ৮:২২ পি.এম
রাঙ্গুনিয়ায় সিলিং ফ্যানের ঝুলে গৃহবধূর আত্মহত্যা

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে নিসা আকতার (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৭জানুয়ারি) দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলমশাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে, এখনো পর্যন্ত গৃহবধূর মৃত্যুর কারণ জানা যায়নি।
মৃত নিসা আকতার উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কবির আহমেদ বাড়ীর মৃত আবদুস সালামের মেয়ে, ও আলমশাহ পাড়া এলাকার কাতার প্রবাসী আবুল কালামের স্ত্রী।
নিসার ননদ জান্নাতুল ফেরদৌস জানান, গত ১০ বছর আগে ভাই আবুল কালাম সাথে নিসার বিয়ে হয়। ভাই বিদেশে থাকায় ভাইয়ের স্ত্রী তার মায়ের সাথে ইসলামপুরে বাপের বাড়িতে বসবাস করতেন। গত শনিবার বড় ভাইয়ের ঘরের ছাদ ঢালাই উপলক্ষে নিসা দাওয়াত খেতে শুক্রবার বিকালে শ্বশুর বাড়িতে আসেন। ৩দিন থাকাকালে সোমবার গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনে কার সাথে উত্যক্ত ভাষায় কথা কাটাকাটির শব্দ পাশের রুম থেকে শুনতে পায়। পরে সকাল গড়িয়ে দুপুর ১২ টা পর্যন্ত নিসার কোন সাড়া শব্দ না পেয়ে খোঁজ নিতে রুমে এলেই সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর চিৎকার দিলে পরিবারসহ আশপাশের লোকজন এসে জড়ো হয়। বিষয়টি তার কাতার প্রবাসী ভাইকে ফোনে জানালে ভাই আবুল কালাম তার শ্বশুর বাড়িতে প্রবাস থেকে জানান। পরে নিসার ভাইয়েরা ও রাঙ্গুনিয়া থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়।
এব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho