
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
ঢাকার বিশিষ্ট হোমিওপ্যাথি ডাক্তার ,লেখক ও শিক্ষক ডাঃ হরিদাস ঘোষ এর ছেলে অভিজিৎ ঘোষ অংকন এর নাটকের বই ” বিদূষী বিজয়া” নামের নাট্য গ্রন্থটি সম্প্রতি প্রকাশিত হয়েছে । মেরিট ফেয়ার প্রকাশনী থেকে এম মহসিন রুবেল বইটি প্রকাশ করেছে।
প্রচ্ছদে অঙ্কন করেছে মশিউর রহমান। ঢাকার ৩৬ শিরিষ দাস লেন ঢাকা থেকে “ঢাকা প্রিন্টার্স “নামের প্রিন্টিং প্রেস থেকে মুদ্রণ করা হয়েছে ।
নাটকের এই বইটির কভার মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
লেখক অভিজিৎ ঘোষ অংকন বইটির উৎসর্গ করেছেন তার মা শ্রীমতি দিপালী ঘোষকে ।
লেখকের এই বইটি নিয়ে শুভেচ্ছা মুখবন্ধ প্রদান করেছেন বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) কবি ও গবেষক ডঃ তপন বাগচী ।
প্রখ্যাত এই গবেষক তার শুভেচ্ছা মুখবন্ধ লেখনীতে লেখকের বইয়ের ভূয়ষী প্রশংসা করেছেন । তিনি তার শুভেচ্ছা মুখবন্ধে বলেছেন যে, “বিদূষী বিজয়া” নাট্যগ্রন্থটি আজকের সমাজের প্রতিবাদী চরিত্র ও চলমান সমাজের প্রেক্ষাপটে যাবতীয় শোষণ নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিফলন ঘটিয়েছে নাটকের মাধ্যমে । নাটকের এই বইটিতে সমাজের অবক্ষয় অন্যায় ,অত্যাচার, অনাচার ,নির্যাতন ও জমিদারদের নিষ্ঠুরতার বিষয়টি ফুটিয়ে তুলেছেন তরুণ এই লেখক । বিশেষ করে নারী দের নিয়ে জমিদারদের পারিবারিক ও সামাজিক পারিপার্শ্বিক দিকগুলো এই নাটকে সমাজ পরিবর্তনের জন্য দিকনির্দেশনা করা হয়েছে । তিনি আরো বলেন,
বিদূষী বিজয়া নাট্য গ্রন্থটিতে তরুণ এই লেখক তার লেখনীর দক্ষতা রেখেছেন । ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে নাটকের মাধ্যমে ।
সংলাপের মাধ্যমেই লেখক নাটক গ্রন্থ লিখে সমাজে আলোর দিশারির হিসেবে দিকনির্দেশনা দিয়েছেন।
ডক্টর তপন বাগচী অভিজিৎ ঘোষ অঙ্কনের সাহিত্য ভবনের এ ধরনের নাটকের বই প্রকাশনাকে স্বাগত জানিয়েছেন ।
এদিকে নাট্যকার অভিজিৎ ঘোষ অংকন তার বইয়ের সূচনা লগ্নে তার বাবা-মা ও প্রিয় শিক্ষকের নাম স্মরণ করেছেন।
বিশেষ করে মানিকগঞ্জের শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক স্যারের কথা তার লেখনীতে উল্লেখ করেন । লেখক বলেন আব্দুর রাজ্জাক স্যার তার লেখার অনুপ্রেরণা যোগায়।
লেখক তার বইটি সমাজের নারীদের প্রতি জমিদারদের পারিবারিক আচার-আচরণ ও নিষ্ঠুরতা নির্যাতনের কথা সংলাপের মাধ্যমে তুলে ধরেছেন সমাজের কাছে ।
লেখক পরিচিতি::নাট্যকার অভিজিৎ ঘোষ অংকন এর বাবা বিশিষ্ট প্রবীণ হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার হরিদাস ঘোষ, মাতার নাম দিপালী ঘোষ।
তরুণ এই লেখক, শৈশব কাল থেকেই চিত্রাংকন গল্প ,উপন্যাস, রম্য রচনা ও নাটক গ্রন্থ লিখছেন ।
তিনি তার উপন্যাস রচনাবলীর লেখার কারণে দেশে ও বিদেশে পুরস্কার পেয়েছেন। পাঠক হিসেবে তার লেখনীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।