প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:৩৬ পি.এম
কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
সদর উপজেলার রহিমানপুর বেলতলা এলাকায় টিএমএসএস’র কিস্তির টাকা আদায় করতে গিয়ে ৩ কর্মীকে আটক রেখে মারপিট ও নারী কর্মীর শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের মো: ফজিল উদ্দীনের ছেলে মো: সবুজ (৩৩) টিএমএসএস নামক এনজিও থেকে গত বছরের ১৮ জুলাই সার্ভিস চার্জসহ মোট ১১ লাখ ৩৫ হাজার টাকা ঋন গ্রহন করে। পরে নিয়মানুযায়ী একটি কিস্তি পরিশোধ করার পর দীর্ঘদিন আর কোন কিস্তি জমা করেননি। এ অবস্থায় গত বছরের ২৮ নভেম্বর ওই এনজিও’র মাঠকর্মী শাহিনের সাথে ঋন গ্রহীতা সবুজের দেখা হলে কিস্তির টাকা নেওয়ার জন্য পরদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে বলে। তার কথামতো পরদিন বিকেলে মাঠকর্মী শাহিন সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে মারপিট করে পেছনের একটি গুদামে আটকে রাখে। কৌশলে শাহিন পার্শ্ববর্তী শাখার রবীন্দ্রনাথ ও কুলসুমকে তার আটকের বিষয়টি জানালে তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সবুজ তাদেরও আটক করে মারপিট করে কুলসুমের শ্লীলতাহানী ঘটিয়ে নগদ অর্থ ও স্বার্ণালংকার ছিনিয়ে নেয়।
পরে টিএমএসএস’র ঠাকুরগাঁও জোন অফিসের সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার মো: আলী আজম ব্যাপারী (৫৩) বাদী হয়ে গত বছরের চার ডিসেম্বর ৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নং আসামী মো: সবুজ ও তার ভাই মো: জুয়েল রানা (৩৮) কে গ্রেফতার করে। মামলায় অপর আসামীরা হলেন সবুজের ভাই মো: সোহেল রানা (৩৫) ও তার পিতা মো: ফজিল উদ্দীন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho