প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৩:৩৪ পি.এম
রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটবাহী ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিরণ দে (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন নিহতের স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮) মেয়ে রুবি দে (৭) ও সিএনজি অটোরিকশা চালক মো. তারেক (৩০)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিরণ দে নগরীর চাঁদগাও মোহরা এলাকার অতুল দে'র ছেলে। তবে তিনি পরিবার নিয়ে পটিয়া উপজেলার ধলইঘাট এলাকায় থাকতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত কিরণ দে রাঙামাটিতে তার আত্মিয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাঙামাটি থেকে বৃহস্পতিবার সকালে সিএনজি ট্যাক্সি যোগে বাড়ী ফেরার পথে কাপ্তাই - চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ড্রাইভারসহ চার যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাম্মৎ জমিলা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর কিরণ দে' মারা যান। এ ছাড়া আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে
চালক তারেক, অঞ্জনা দে'কে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের সন্তান অনিক দে ও রুবি দে'কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের স্বজন টিটু দে বলেন, "নিহত কিরণ দে আর খালু। উনারা আমার বাড়ি রাঙামাটিতে একটি পারিবারিক অনুষ্ঠানে এসেছিলেন। ফেরার পথে এই ঘটনার কবলে পড়েছেন তারা।"
এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপ ড্রাইভার পালিয়ে যায়। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho