
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সপরিবারে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন মেয়ে রাহা ও স্বামী রণবীর কাপুর। এরই মধ্যে আলিয়ার থাইল্যান্ড সফরের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যায়, কালো মনোকিনিতে সমুদ্রে নেমেছেন আলিয়া ভাট। সঙ্গে ওয়াটার স্পোর্টসেরও মজা নিয়েছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার থাইল্যান্ড ছুটি কাটানোর কয়েকটি ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন আলিয়া ভাট। একটি ছবিতে কালো মনোকিনিতে পোজ দিয়েছেন আলিয়া, যার উজ্জ্বল হাসিতে মন হারিয়েছে ভক্তরা। তাদের মন্তব্য ছিল এমন, 'আলিয়া যেন সাক্ষাৎ জলপরী'। এছাড়াও আরামদায়ক এই ছুটির ফাঁকে অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে জেট স্কি চালাতে দেখা গেছে অভিনেত্রীকে।
আলিয়া ছুটি কাটাতে গিয়েও জিম থেকে দূরে থাকেননি। ওয়ার্কআউট সেশনের জন্য সময় বের করে নিয়েছিলেন। বোন শাহিন ভাটের সঙ্গে সমুদ্র সৈকতে সূর্যের আলো গায়ে মাখতেও দেখা গেছে আলিয়াকে। ছবিগুলো শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আপনি যদি সমুদ্র সৈকতের ছবি পোস্ট না করেন, তাহলে আর কী ছুটি কাটালেন?
আলিয়া, রণবীর এবং পরিবার কোহ ইয়াও নোই দ্বীপের পূর্ব উপকূলে ব্যক্তিগত রিসোর্ট এএনআই থাইল্যান্ডে সময় কাটিয়েছেন। যেখানে ৬ রুমের ভিলা বুকিং করতে খরচ ২০ হাজার মার্কিন ডলার।
আলিয়াকে আগামীতে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্স ফিল্ম আলফাতে দেখা যাবে। শিব রাওয়াইল পরিচালিত এই ছবি যশরাজের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি। যেখানে আলিয়ার পাশাপাশি শর্বরীও অভিনয় করেছেন। এছাড়াও আলিয়ার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার, যেখানে তিনি ভিকি কৌশল এবং রণবীর কাপুরের সাথে পর্দা ভাগ করবেন। দুটি ছবিরই মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho