
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হোটেল সিগ্যালের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
নিহত গোলাম রাব্বানী টিপু (৫৫) খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর বলে জানা গেছে। তিনি খুলনা সিটি করপোরেশনের দেয়ানা উত্তর পাড়া সংলগ্ন দোলতপুর এলাকার বাসিন্দা গোলাম আকবরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।
স্থানীয়দের বরাত দিয়ে জসীম জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত নিহতের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে। এব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho