প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৯:৩৬ পি.এম
ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজে এম এ বিভাগ খোলার আশ্বাস উপ-উপাচার্যের

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডঃ দিল রওশন জিন্নাত আরা নাজনীন। সারপ্রাইজ ভিজিটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঝিকরগাছা মহিলা কলেজে আগামী সেশনে মাস্টার্স বিভাগে ভর্তি হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (১০ জনুয়ারি) সকালে ঝিকরগাছা মহিলা কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ- বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডঃ দিল রওশন জিন্নাত আরা নাজনীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন কালে পরীক্ষা ব্যবস্থা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কারণে ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ ইলিয়াস উদ্দীনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপ উপাচার্যের নিকট ঝিকরগাছা মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রে মাস্টার্স বিভাগ খোলার জন্য দাবি রাখেন। তার আবেদনের প্রতি সম্মান দেখিয়ে উপ উপাচার্য ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনীন মাস্টার্স বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তার সাথে ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্লাহ মাহমুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোরের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ, উপ পরিচালক আব্দুল হান্নান এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সোলায়মান হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho