
স্টাফ রিপোর্টার
যশোরের জেস গার্ডেন পার্কে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। শার্শা থানা প্রেসক্লাব আয়োজিত বাৎসরিক পিকনিক উপলক্ষে যশোরের বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিক ও শার্শা থানা প্রেসক্লাবের সদস্যরা মিলে প্রায় ৭০ জন উপস্থিত ছিলেন।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে শার্শা থানা প্রেসক্লাব আয়োজিত বাৎসরিক পিকনিক উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে যশোর জেস গার্ডেন পার্কে সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয়।
মিলন মেলায় উপস্থিত ছিলেন- দৈনিক লোকসমাজের সাবেক বার্তা সম্পাদক ও বাংলা ভিশন টিভির যশোর জেলা প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও বাংলাদেশ টুডের যশোর প্রতিনিধি শহিদ জয়, প্রেসক্লাব যশোরের সাবেক সহ সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের বর্তমান সাধারণ সম্পাদক ও ৭১ টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও দৈনিক রূপান্তর প্রতিদিনের বার্তা সম্পাদক শিশির কান্তি বিপুল ও বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুনুর রশিদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- শার্শা থানা প্রেসক্লাবের সভাপতি বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার আব্দুস সবুর টিটো, সহ সভাপতি দৈনিক মানবজমিনের আল মামুন, সহ সভাপতি দৈনিক যায়যায় দিনের আশরাফুল সরদার, সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজের নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুণ কণ্ঠের সবুজ নাসিম, সদস্য আলা উদ্দিন লিটন, খান মোহাম্মদ আলী রাজা, আনোয়ার হোসেন, আশা, মাজাহারুল ইসলাম বাবু, রায়হান, তুহিন সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকরা।
যশোর জেস গার্ডেন পার্কে দুপুর ১ টার মধ্যেই পিকনিক স্পটে সবার উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho