
আসন্ন ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী শুব্রমন্যম জয়শংকর। শনিবার (১২ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
‘ট্রাম্প-ভ্যান্স অভিষেক উদযাপন কমিটির আমন্ত্রণে ড. এস. জয়শংকর ভারত সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে নির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ওয়াশিংটন সফর করবেন।’, বিবৃতিতে উল্লেখ করা হয়।
এই সফরে আসন্ন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জয়শংকর সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এদিকে অভিষেক অনুষ্ঠানে রাজধানীর ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শপথ গ্রহণের পর অভিষেক বক্তব্য রাখবেন ট্রাম্প।
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে রিপাবলিকান নেতার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তবে ২০২০ সালে বাইডেনের বিপরীতে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর প্রতিদ্বন্দীর অভিষেকে থাকেননি ট্রাম্প।
অভিষেক অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বেশ কয়েকজন বিশ্বনেতা আমন্ত্রণ পেয়েছেন।
এর আগে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত প্রথমবারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। সূত্র: এনডিটিভি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho