
বাবার বয়সী হিরোর সঙ্গে অশ্লীল নাচ করে ফের বিতর্কে উর্বশী রাউতেলা। ‘ডাকু মহারাজ’ সিনেমায় ‘দাবিডি দিবিডি’ গানে অভিনেত্রী ৬৪ বছর বয়সী নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে পারফর্ম করেন। কিন্তু নায়িকার আবেদনময়ী নাচ মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। তার নাচের ভঙ্গিকে ‘অশ্লীল’ আখ্যা দিয়েছেন অনেকেই।
তবে সবচেয়ে বেশি যে কারণে আলোচনা শুরু হয়েছে তা হল স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খানের মন্তব্য ঘিরে। উর্বশীর সিনেমাকে পর্ন ফিল্মের সঙ্গে তুলনা করেছেন কমল। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন,‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা থাকা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল সিনেমা তৈরি করতে পারেন তো! বাবার বয়সী হিরোর সঙ্গে এ কী অশ্লীল নাচ’!
আর এতেই চটেছেন অভিনেত্রী। দিয়েছেন পাল্টা উত্তরও।কমলের এমন মন্তব্য হেলায় উড়িয়ে দেননি নায়িকা। তিনি লিখেছেন, ‘দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি তারাও অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের? যারা দিনরাত পরিশ্রম করছেন। প্রকৃত ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’
এদিকেকমল আর খানই শুধু নয়, আরও অনেকেই দাবি করেছেন, যেকোন অভিনেত্রীর জন্যই এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক। নেটিজেনদের একাংশ বলেছেন, ‘এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য।' আরেক নেটিজেন লিখেছেন, ‘অশালীন নাচ দেখিয়ে কি সিনেমার অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় সিনেমার প্রচার হচ্ছে।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho