
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কখনও শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেননি। যদিও একাধিক বার সুযোগ আসলেও তা ফিরিয়ে দিয়েছেন। সিনেমায় অভিনয় না করলেও ভাইজানের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব রয়েছে কঙ্গনার।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনেক ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব এসেছে কঙ্গনার কাছে। তবে শেষ পর্যন্ত দু’জনকে এক পর্দায় দেখা যায়নি।
এদিকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সালমান আমার ভালো বন্ধু। আমরা একসঙ্গে কাজ করার অনেক সুযোগ পেয়েছি। তবে কোনোভাবেই একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।
‘সালমানের অসংখ্য অনুরাগী রয়েছেন। মানুষ তাকে অনেক ভালোবাসেন। আমি মনে করি, দেশে ওর অনুরাগীই সবচেয়ে বেশি। যারা তাকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন।
কঙ্গনার কথায়, ‘আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি বলিউডের তিন খানকে কোনও ছবিতে পরিচালনা করতে চাই কি না। কেন করব না? ভাল চিত্রনাট্য থাকলে অবশ্যই করব।
আমি মনে করি, ওদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। তবে একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওরা। তাই ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালোই লাগবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho