
বিদ্রোহীদের দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সুদানের সেনাবাহিনী । প্রায় দুই বছর ধরে চলা দুই পক্ষের যুদ্ধে এটি সেনাবাহিনীর একটি বড় সাফল্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদেন রবিবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সৈন্যরা ওয়াদ মাদানী শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষ উদযাপন করছেন। সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়ানো আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো একটি অডিও বার্তায় পরাজয়ের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীর বিমান এবং ইরানের তৈরি ড্রোন ব্যবহারের জন্য তারা পরাজিত হয়েছেন। তবে তিনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে যদি আরও ২০ বছর সময় লাগে তাতেও তিনি হাল ছাড়বেন না।
ওয়াদ মাদানী শহরটি আল-জাজিরা রাজ্যের রাজধানী এবং দেশটির রাজধানী খার্তুম থেকে ১৪০ কিমি দক্ষিণে অবস্থিত। শহরটি একটি কৌশলগত সংযোগস্থল হিসেবেও কাজ করে, যা গুরুত্বপূর্ণ মহাসড়কের মাধ্যমে বেশ কয়েকটি রাজ্যকে সংযুক্ত করে। এটি খার্তুমের নিকটতম প্রধান শহরও। সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho