
যশোর অফিস
যশোর শহরের বেজাপাড়ার তালতলা এলাকায় শামীম (৩৪) নামে এক দিনমজুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রোববার দুপুরে শহরের বেজপাড়া এলাকার তালতলা কবরস্থানের পাশে এঘটনা ঘটে।
আহত শামীম শহরের বকচর এলাকার রোজীর বাড়ির ভাড়াটিয়া ও চৌগাছা উপজেলার সলুয়া পশ্চিম পাড়ার গোলাম মোস্তফার ছেলে।
আহত শামীম ও তার স্ত্রী ফুলি এবং বোন শিউলি জানায়, শামীম দিন মুজুরের কাজ করে। আজ সকালে কাজ করতে শহরতলীর চাচড়া এলাকায় যায়। এর পরে বকচরে ফিরে আসে। স্ত্রীকে সাথে নিয়ে মেয়ের স্কুলে যায়। সেখান থেকে স্ত্রীকে পাঠিয়ে দিয়ে কাজে ফিরে যাওয়ার পথে বেজপাড়া এলাকার ইসমাইল, বাপ্পি, পাপ্পু, বাবুদের সাথে দেখা হয়। এসময় শামীমের মোবাইল ফোন বিক্রি করা হবে তাদেরকে জানাই। তারা শামীমের মোবাইলটি নিয়ে নেয়। মোবাইলটি ফেরত চাওয়ায় শামীমকে ওই এলাকার সিরাজের ছেলে ইসমাইল,নাথুর ছেলে বাপ্পি ও পাপ্পু একই এলাকার বাবুসহ ৫/৭ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত শামীমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টান চিকিৎসক হুমাইরা ডাঃ তানিমের উদ্বৃতি দিয়ে বলেন তার মাথায় কয়েকটি ধারালো অস্ত্রে আঘাত আছে। এছাড়াও দুই হাত ও দুই পায়ের একাধিক জায়গায় ধারালো অস্ত্রে আঘাত আছে। রোগীর অবস্থা ভালো মনে না হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন ঘটনাটি আমি শুনেছি, আমি বাইরে থাকায় পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho