প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ১০:২৬ এ.এম
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান- ২০২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া উক্ত প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত প্রায় তিন শতাধিক ছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়ের হলরুমে ওই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনদের কলম ও চকলেট দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। নবীন বরণ অনুষ্ঠানে মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন'র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহেল আহমেদ'র উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়'র সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুরমান আলী, সহকারী শিক্ষক শাহজাহান আলম।
অনুষ্ঠানে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছমিউর রহমান, ছদরুল আলম, আব্দুল আহাদ, জাহেদা বেগম, সৈয়দা সাজেদা বেগম, মোশাররফ হোসাইন, বিপুল চন্দ্র দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের উদ্দ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho