প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:৫৭ পি.এম
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিবাদ দুলাল গং. রাতে এই ঘর নির্মাণ করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, জমি নিয়ে নারগুন ইউনিয়নের কহোরপাড়া বাসিন্দা আলম এর সঙ্গে দুলাল গং এর সাথে বসত ভিটা নিয়ে বিরোধ চলে আসছে অনেক দিন ধরে। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। এর প্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করে রাতে জমিতে পাকা ঘর নির্মাণ করেন।
সরেজমিন দেখা গেছে, কুহোর পাড়া নারগুন ইউনিয়ন মৌজার বিরোধপূর্ণ জমিতে নতুন একটি ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা দুলাল গং নিজেই জানান, গত কয়েক বছর আগেও এখানে কোনো ঘর ছিল না।
মামলার বাদী আলম বলেন, ‘এ জমি আমার কেনা দির্ঘ দিন থেকে ভোগ করে আসছি। আমাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। এরপরও জোর করে আমাদের জমিটি দখলের পাঁয়তারা করা হচ্ছে। বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধ অমান্য করে রাতে অন্ধকারে ঘর তোলাই এর প্রমাণ।
এর আগে দুলাল দলবল নিয়ে আমার ওপর হামলা করেন তাদের নাম মোঃ দুলাল (৪৮), ২। মোঃ আইনত (৫৫), উভয়ের পিতা- মৃত- হাজির উদ্দীন, ৩। মোঃ রিপন (২৮), পিতা- মোঃ দুলাল, ৪। মোঃ ফরিদুল (৪০), পিতা- মোঃ আইনত, ৫। মোঃ বিপুল (২০), পিতা- মোঃ ফরিদুল, ৬। মোঃ বিপ্লব (৩২), পিতা- মোঃ ওয়াহেদ আলী, ৭। মোছাঃ লিলি (৪৫), স্বামী- মোঃ দুলাল, ৮। মোছাঃ জেমি (২৪), স্বামী- মোঃ রিপন, ৯। মোছাঃ দুলালী (২৮), স্বামী- মোঃ বিপ্লব, সর্ব সাং- কহরপাড়া, ১০। মোছাঃ কামু (৪৫), স্বামী- মোঃ ছুটু, সাং- গুহিভিটা (গিলাবাড়ী), সকলের থানা ও জেলা- ঠাকুরগাঁও।
এ বিষয়ে সদর থানায় অভিযোগ করেছি। এ ছাড়া দুলাল গং আমাকে বিভিন্ন সময় নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন। মেরে ফেলার হুমকি দিয়েছেন। আমি এর সঠিক বিচার চাই।’
অভিযোগের বিষয়ে দুলাল গং বলেন, ‘ওই জমি আমি কিনেছি। এর দলিল আছে। আগামী কাগছপত্র নিয়ে আদালতে যাব।’কিন্তু তারা যায়না,থানায় বসেনা।
সদর থানার পুলিশ সরেজমিন তদন্ত করতে যাই। বাদী ও বিবাদীকে উপস্থিত থাকতে বলি। কিন্তু বিবাদী দুলাল গং সেদিন উপস্থিত হননি। তা ছাড়া তদন্তে গিয়ে জমিতে আমি কোনো ঘর দেখিনি। তবে এর পরের দিন বাদী আলম জানান, বিবাদী দুলাল গং রাতের আঁধারে সেই জমিতে ঘর নির্মাণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho