
বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা সেক্টর ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে খুলনা সেক্টরের অধীন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারসহ ২২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদিকে বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের দল অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান।
তিনি জানান, সভায় সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই পক্ষই সীমান্তে প্রাণহানি, মাদকদ্রব্য অনুপ্রবেশ, অবৈধভাবে সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সম্মত হয়। সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধিদলের প্রধান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফের ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এসময় তাদের শুভেচ্ছা জানান- বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho