প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১০:০৬ এ.এম
রাউজানে টিলাভূমিতে প্রশাসনের অভিযান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
গণমাধ্যমে দেদারছে মাটি কাটার সংবাদ প্রকাশের পর এবার টনক নড়েছে রাউজান উপজেলা প্রশাসনের। অবশেষে অভিযানে গেলেন উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ জানুয়ারী) বিকালে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের রাবার বাগান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অংছিং মারমা।
রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় ইউএনও অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে গিয়ে জড়িতদের কাউকে পাওয়া যায়নি। তবে একটি স্কেভেটর (খনন যন্ত্র) ও একটি ট্রাক জব্দ করে হলদিয়া রাবার বাগানের ব্যবস্থাপকের জিম্মায় দেয়া হয়েছে।
সূত্র জানায়, এ ঘটনায় এক ব্যক্তি জড়িত থাকার তথ্য পেয়েছে প্রশাসন। তার বিরুদ্ধে পরিবেশ অধিপ্তর কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অংছিং মারমার ভাষ্য, আমি টিলাভূমি কাটার তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। জড়িত কাউকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাউজানে কিছুতেই থামছে না যন্ত্রতাণ্ডব। উপজেলাজুড়ে দেদার কাটা হচ্ছে পাহাড়, টিলাভূমি ও সমতলের মাটি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho