
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় শিক্ষার্থী নেতৃবৃন্দ বলেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের নাইমুল ইসলাম রিয়াদ একজন রাজনৈতিক সচেতন শিক্ষার্থী ছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে ২০১৪ সালের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলেও বিগত সরকারের সময় হত্যাকারী ছাত্রলীগের নেতাকর্মীরা বীরদর্পে ঘুরে বেড়িয়েছে। অনেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার চার্জশিট থেকে নিজেদের নাম প্রত্যাহার করিয়েছে। যে কারণে বিগত ১০ বছর ধরে এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। রিয়াদের পিতা সন্তান হত্যার বিচার না দেখেই মারা গেছেন। আর তার মা এখনো বিচারের প্রতীক্ষায় রয়েছেন।
এসময় তারা আরো জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় ন্যায় বিচার প্রাপ্তির পথ সগম হয়েছে। এজন্য শিক্ষার্থী রিয়াদ হত্যায় জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho