শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৩৪

ছবি-সংগৃহীত

ইন্তেকাল করেছেন মক্কা ও মদিনার পবিত্র মসজিদের জনপ্রিয় গাইড শেখ মোস্তফা আল-দাব্বাগ। তিনি পবিত্র মসজিদে হাজিদের সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালে হারমাইন শরিফাইন কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন। এছাড়াও তিনি পবিত্র মসজিদে হাজিদের ও ইবাদতকারীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

নিঃস্বার্থ সেবার জন্য পরিচিত ছিলেন তিনি। তিনি হাজিদের সঠিক নিয়ম মেনে তাওয়াফ, সাঈ ও অন্যান্য ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিতেন। শেখ আল-দাব্বাগ তার জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর ঘরে আসা মানুষের পথপ্রদর্শনে। তিনি হাজিদের সঠিক নিয়ম মেনে তাওয়াফ, সাঈ ও অন্যান্য ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিতেন।

কাবার চারপাশের তাওয়াফ এলাকার মধ্যে হোক বা সাফা-মারওয়ার পথে, তার উপস্থিতি ছিল প্রশান্তির প্রতীক। তিনি হাজিদের ইহরামের সঠিক অবস্থান নিশ্চিত করা, হজ ও ওমরাহ পালনের আদবসমূহ শেখানো আর সুন্নাহর অনুসরণে ইবাদত সম্পাদন করতে উৎসাহিত করতেন।

শেখ মোস্তফা আল-দাব্বাগের মৃত্যুতে বৃহত্তর মুসলিম উম্মাহর গভীর শোকাহত। তার অনবদ্য সেবাগুলো ইসলামের প্রতি তার নিবেদিতপ্রাণতার উজ্জ্বল সাক্ষ্য। বিশ্বের শত দেশের লাখো মুসলিম তাকে চিনতেন। তার সঙ্গে তাদের হৃদ্যতার কথা জানতেন।

জনপ্রিয়

মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ আর নেই

প্রকাশের সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ইন্তেকাল করেছেন মক্কা ও মদিনার পবিত্র মসজিদের জনপ্রিয় গাইড শেখ মোস্তফা আল-দাব্বাগ। তিনি পবিত্র মসজিদে হাজিদের সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালে হারমাইন শরিফাইন কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন। এছাড়াও তিনি পবিত্র মসজিদে হাজিদের ও ইবাদতকারীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

নিঃস্বার্থ সেবার জন্য পরিচিত ছিলেন তিনি। তিনি হাজিদের সঠিক নিয়ম মেনে তাওয়াফ, সাঈ ও অন্যান্য ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিতেন। শেখ আল-দাব্বাগ তার জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর ঘরে আসা মানুষের পথপ্রদর্শনে। তিনি হাজিদের সঠিক নিয়ম মেনে তাওয়াফ, সাঈ ও অন্যান্য ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিতেন।

কাবার চারপাশের তাওয়াফ এলাকার মধ্যে হোক বা সাফা-মারওয়ার পথে, তার উপস্থিতি ছিল প্রশান্তির প্রতীক। তিনি হাজিদের ইহরামের সঠিক অবস্থান নিশ্চিত করা, হজ ও ওমরাহ পালনের আদবসমূহ শেখানো আর সুন্নাহর অনুসরণে ইবাদত সম্পাদন করতে উৎসাহিত করতেন।

শেখ মোস্তফা আল-দাব্বাগের মৃত্যুতে বৃহত্তর মুসলিম উম্মাহর গভীর শোকাহত। তার অনবদ্য সেবাগুলো ইসলামের প্রতি তার নিবেদিতপ্রাণতার উজ্জ্বল সাক্ষ্য। বিশ্বের শত দেশের লাখো মুসলিম তাকে চিনতেন। তার সঙ্গে তাদের হৃদ্যতার কথা জানতেন।