প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৪:০২ পি.এম
যশোরে কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ২০২৪ -২০২৫ এর কার্যক্রম ১.৩এর আওতায় অংশীজনের অংশগ্রহণে প্রাতিষ্ঠানিক গণশুনানি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউট রোববার সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রাতিষ্ঠানিক গণশুনানি শীর্ষক সেমিনারে যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষ মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে ও গাজীপুর বিএআরআই প্রশিক্ষণ ও যোগাযোগ উইং,এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বিএআরআই এর গবেষণা পরিচালক ড.মুন্সী রাশীদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বিএআরআই প্রশিক্ষণ ও যোগাযোগ এর পরিচালক ড.মুহাম্মদ আতাউর রহমান।
সেমিনারে কৃষকদের পক্ষে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পাটবীজ এর যুগ্ম পরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম,যশোর অভয়নগর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ মোঃ তৈয়বুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ মিজানুর রহমান,বৈজ্ঞানিক কর্মকর্তা শিমুল মন্ডল,বৈজ্ঞানিক কর্মকতা মোঃ হাফিজুর রহমান,যশোর আর আর এফ এনজিওর সিনিয়র সহকারী পরিচালক অসিত বরুন মন্ডল, মনিরামপুর উপজেলা পাট গবেষণা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকতা অনুব ঘোষ, কৃষিবিদ মোঃ রুহুল আমিন, আঞ্চলিক বীজতলা সংগ্রহ ও জিনিং কর্মকর্তা অন্তরা কবিরাজ,খুলনা কৃষি তথ্য সার্ভিস কেন্দ্রের কর্মকর্তা আব্দুর রহমান।
বেগুন ও মশুরী ডাল ভালো উৎপাদন নিয়ে চাষীদের মধ্যে বক্তব্য রাখেন ,যশোরের মনিরামপুরের মফিজুর রহমান,ঝিনাইদহ জেলার চাষী শহিদুল ইসলাম,রফিকুল ইসলাম,যশোর সদরের চাষী আবুল বাশার,মোঃ হুসাইন ও নড়াইল জেলা সদরের চাষী কাজি খালিদুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho