
সদ্য কারামুক্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) রাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।
জানা যায়, সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করেন বাবর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্প্রতি সব মামলা থেকে খালাস পাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন। গত ১৬ জানুয়ারি তিনি মুক্তি পান।
এর আগে, গত ১৪ জানুয়ারি চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পান বাবরসহ পাঁচজন। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
এছাড়া, গত বছরের ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র মামলার চোরাচালান অভিযোগ থেকেও ফাঁসির সাজা থেকে খালাস পান তিনি।
উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এই ঘটনায় ২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়া হয়। তবে হাইকোর্টে আপিল শুনানি শেষে একে একে সব মামলায় খালাস পান তিনি।
সম্প্রতি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ দুর্নীতি ও অন্যান্য মামলায় খালাস পাওয়ার পর তিনি মুক্তি পান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho