
বলিপাড়ায় একের পর এক তারকার দুর্ঘটনার খবরে তোলপাড় নেটদুনিয়া। যেন শনির দশা লেগেছে। সপ্তাহখানেক আগেই নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলী খান। এবার শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়লেন অর্জুন কাপুর, ভূমি পেডনেকারসহ অনেকে।
গত ১৮ জানুয়ারি মুম্বাইয়ে রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিং চলছিল। সেখানে সেটের সিলিং ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। তবে কেউই গুরুতর আহত হননি।
সিনেমাটি নির্মাণ করেছেন মুদাসসার আজিজ। অর্জুন-ভূমি ছাড়া এতে আরও অভিনয় করছেন রাকুল প্রীত সিং। তবে এ ঘটনায় আহত হননি তিনি। কিন্তু অভিনেত্রীর স্বামী প্রযোজক জ্যাকি ভগনানি, পরিচালক আজিজসহ কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) প্রেসিডেন্ট বিএন তিওয়ারি বলেন, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে অনেক কিছুই ঘটতে পারত।
তিনি আরও বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে শুটিং বন্ধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে স্টুডিওর সিলিং ভেঙে পড়েছিল। তবে সেখানে যেকোনো কিছু ঘটতে পারত। নিরাপত্তার কথা চিন্তা করে শুটিং বন্ধ রাখা হয়েছে।
হতাশার সুরে বিএন তিওয়ারি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। ফিল্ম সিটিকেও চিঠি দিয়ে জানিয়েছি। আমাদের অবকাঠামো এতটাই দুর্বল হয়ে পড়েছে, যেকোনো সময়ে ভেঙে পড়বে, অগ্নি নির্বাপণের কোনো গেট নেই— এসব তথ্য তাদের জানানো হলেও এখনও তেমন কোনো প্রতিক্রিয়া পায়নি আমরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho