
দেশে রেমিট্যান্স পাঠিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইউরোপের দেশ ইতালি। ২০২৪ সালে ১৩শ' মিলিয়নেরও বেশি ইউরো পাঠিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যা ২০২৩ সালের তুলনায় প্রায় দেড়শ মিলিয়ন বেশি। দেশের অগ্রযাত্রায় এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।
শেখ হাসিনার শাসনামলে ইতালি থেকে বাংলাদেশে রেমিট্যান্স না পাঠিয়ে প্রচণ্ড চাপ তৈরি করেছিল দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশকে সমৃদ্ধ করতে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠানো শুরু করেন প্রবাসীরা।
রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের প্রবাহ ২০২৩ সালের তুলনায় গত বছর অনেক বেড়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। চলতি বছর রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে।
প্রায় দুই লাখের বেশি বাংলাদেশির বসবাস ইতালিতে। অবৈধ প্রায় ৬০ হাজার। বৈধতার সমস্যার পাশাপাশি রয়েছে পাসপোর্ট হাতে না পাওয়ার যন্ত্রণাও। বৈধ অনুমতি পত্র না থাকার পরও এসব বাংলাদেশিরা কোনো না কোনো কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করে চলেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বা ২২.৬৮ শতাংশ বেশি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho