স্টাফ রিপোর্টার
যশোরের শার্শা উপজেলা শাখা জাতীয়তাবাদী দল বিএনপির ত্রি-বার্ষিকী কাউন্সিল আগামী (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন উপজেলা অডিটরিয়ামে সকাল সাড়ে ৯ টার দিকে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
কাউন্সিল উপলক্ষে বুধবার (২২ জানুয়ারি) কাউন্সিলে আগামীর নেতৃত্ব দিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল এবং শক্তিশালী করতে সভাপতি পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ নুরুজ্জামান লিটন।
বিএনপি দলীয় তৃণমূল পর্যায়ের শার্শার এই হেভিওয়েট যুবদল নেতা নুরুজ্জামান লিটন সমর্থকদের সমর্থন আদায়ে অত্র উপজেলার ১১টি ইউনিয়নের গ্রামে-গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
কাউন্সিলে আগামীর নেতৃত্ব দিতে চারটি শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে খায়রুজ্জামান মধু, নুরুজ্জামান লিটন ও রুহুল কুদ্দুস। সাধারণ সম্পাদক পদে আবুল হাসান জহির, অ্যাড. মোস্তফা কামাল মিন্টু ও কুদ্দুস আলী এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল আলম বাবু, সালাহ উদ্দিন, আব্দুর রউফ মন্টু ও তাজ উদ্দিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বুধবার (২২ জানুয়ারি) যুবদল নেতা নুরুজ্জামান লিটন উপজেলার নিজামপুর ইউনিয়ন, গোড়পাড়া ও ডিহি ইউনিয়নে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণে অংশ নেন।
এর আগে গতকাল ২১ জানুয়ারি উপজেলার ৫নং পুটখালী ইউনিয়ন, ৬নং গোগা ইউনিয়ন, ৪ নং বেনাপোল ও ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণে অংশ নেন নুরুজ্জামান লিটন।
গণসংযোগ ও প্রচারপত্র বিতরণে অংশ নেন- বেনাপোল পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের সভাপতি মফিজুর রহমান বাবু, সাধারন সম্পাদক রাহেনুজ্জামান দিপু, পৌর ছাত্র দলের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারন সম্পাদক ইসতাক আহমেদ শাওন, বেনাপোল পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমূখ।
এ সময় প্রতি ইউনিয়নের বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ গণসংযোগ ও প্রচারপত্র বিতরণে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho