যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় হানি ট্র্যাপ ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের নারীসহ ৬জন গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (২২জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য জানায় যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে গতকাল মঙ্গলবার (২১জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চৌগাছা যাত্রাপুর গ্রামের আলমগীরের স্ত্রী রুপালি খাতুন (৩৫), মনমথপুরের মৃত মান্নানের ছেলে হৃদয় মহিফুল (৩৬) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন, কয়ারপাড়ার শাহজাহান আলীর ছেলে নান্নু মিয়া (৩৩) ও তার স্ত্রী জাকিয়া (২৯), মহেশপুর মান্দার বাড়িয়া গ্রামের আয়ুব হোসেনর ছেলে জাহিদ হোসেন (২৯) ।
যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, যশোর চৌগাছার রুস্তমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোস্তাক হোসেন চৌগাছা থানায় অভিযোগ করেন তার ভাই আব্দুর রহমানকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে নারীকে দিয়ে ডেকে নিয়ে একটি চক্র ‘হানি ট্রাপের’ মাধ্যমে ফাঁদে ফেলে মুক্তিপণ চাচ্ছে। এ ঘটনায় যশোর জেলার পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদের নির্দেশে মাঠে নামে গোয়েন্দা পুলিশে একটি দল।
গত মঙ্গলবার (২১ জানুয়ারি) চৌগাছা থানাধীন চান্দআফরা গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এবং পরবর্তীতে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে এই প্রতারক চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি।
উল্লেখ্য, দীর্ঘ দিন যশোরের বিভিন্ন উপজেলায় এই হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে কিছু চিহ্নিত সন্ত্রাসীরা ব্যবসার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। তাদের সেই ফাঁদে পা দিয়ে শিক্ষক, বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ী, সাধারন ব্যক্তি এমনকি পুলিশ সদস্যরাও অসন্মানিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho