প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:৫৯ পি.এম
শ্রীনগরে সড়কের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি সড়কের গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। কুকুটিয়া ইউনিয়নের বনগাঁও এলাকার সিরাজুল ইসলামের ছেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বনগাঁও এলাকায় আকলিমা খাতুন মাদ্রাসা সংলগ্ন সড়কের সাথে ১টি রেন্ট্রি (কড়ই) গাছ ও ১টি মেহগনি গাছ কর্তন করা হয়েছে। কর্তনকৃত গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০-৪০ হাজার টাকা।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে হিমেল গাছ দুটি বিক্রি করেছেন। এ গাছ দুটি কাটার সময় বেজগাও এলাকার দুজনকে বাইক নিয়ে আসতে দেখেছি তবে আমি তাদের নাম জানিনা।গাছ দুইটি সরকারি সড়কের সাথে রয়েছে। এর থেকে বেশি কিছু আমরা বলতে পারিনা তবে গাছ কাটার সময় আমরা বলেছিলাম অনুমতি ছাড়া গাছ কেটো না।
গাছ বিক্রি করার বিষয়ে সিরাজুল ইসলাম এর ছেলে হিমেল এর কাছে জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা বন কর্মকর্তা মোঃ সেলিম হোসেন খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। গতকালকে আমি মুন্সীগঞ্জে ছিলাম, গাছ কর্তন এর বিষয়ে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho