
তারকাদের রাজনীতিতে যুক্ত হওয়া নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর প্রচারণা, ভোট চাওয়া এবং বিভিন্ন প্রোমোশনাল অনুষ্ঠানে তারকাদের দেখা গেছে। কেউ কেউ আবার সরাসরি যুক্ত হয়ে ভোটের মাঠেও প্রার্থী হয়েছেন।
এবার ভারতের রাজনীতিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর যুক্ত হওয়া নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কি রাজনীতিতে যুক্ত হচ্ছেন এ অভিনেত্রী? চারদিকে যখন এমন নানা প্রশ্ন ও চর্চা, ঠিক তখনই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বললেন ঋতুপর্ণা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি সংসদকেন্দ্রে লড়াই করেছিলেন অভিনেত্রী রচনা। তার বিপরীতে প্রার্থী হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ভোটে প্রতিদ্বন্দ্বী নেত্রী লকেটকে হারিয়ে জয়ী হয়েছিলেন রাজনীতিতে নবাগতা রচনা। আবার আগামী বছরই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। এবার কি সেই নির্বাচনে অংশ নেবেন ঋতুপর্ণা?
এ ব্যাপারে টালিউড তারকা বলেছেন, আমি রাজনীতির কিছু বুঝি না। এ কারণে রাজনীতি থেকে দূরে। আমি একজন শিল্পী, তাই শিল্পী হিসেবেই থাকতে চাই।
তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি কখনো প্রস্তাব করেন, তাহলে রাজনীতিতে যুক্ত হবেন কিনা? জবাবে ঋতুপর্ণা বলেন, তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলব এ সংক্রান্ত কথা।
প্রসঙ্গত, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া উৎসব শুরু হয়েছে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা। সেখানেই এসব নিয়ে কথা বলেছেন এ টালিউড তারকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho