
নব্বইয়ের দশকে একাধিক ছবিতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন মমতা কুলকার্নি। একাধিক সাহসী চরিত্রেও দেখা গেছে তাকে। ‘কর্ণ অর্জুন’, ‘চায়না গেট’, ‘তিরঙ্গা’, ‘আশিক আওয়ারা’, ‘ক্রান্তিবীর’, ‘বাজ়ি’, ‘সবসে বড়া খিলাড়ি’, ‘পুলিশওয়ালা গুন্ডা’র মতো ছবিতে অভিনয় করার জন্য আজও তাকে মনে রেখেছে দর্শক।
বেশ কিছু দিন ভারতের বাইরে ছিলেন তিনি। কেনিয়ায় মাদকযোগে তার নাম জড়িয়েছিল। অবশেষে ছাড়পত্র পেয়ে ২৫ বছর পরে দেশে ফেরেন তিনি।েএ অভিনেত্রী এখন বলিউড থেকে অনেক দূরে। তবে নতুনরুপে দেখা গেছে তাকে। জানা যায়, তিনি সন্ন্যাসের পথে হাঁটছেন।
শুক্রবার মহাকুম্ভের কিন্নর আখড়ায় ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি। এ দিন তিনি পিণ্ডদানও করেন। এই রীতির মাধ্যমে নতুন নামকরণও হয়েছে মমতার। শুক্রবার থেকে অভিনেত্রীর নতুন নাম— শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি। এ দিন কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও জুনা আখড়ার আচার্য স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেন মমতা। সে সব মুহূর্তের বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মমতাকে গেরুয়া বসন পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তার সঙ্গে অভিনেত্রীর গলায় রুদ্রাক্ষের মালা। একেবারে অচেনা রূপে তাকে দেখে অবাক অনুরাগীরা। শোনা যায়, মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে ধর্মগুরুরা সনাতন ধর্ম নিয়ে নানা কথা বলে থাকেন। আরও সুন্দর সমাজ গড়ে তোলা ও ইতিবাচক জীবনযাপনের বার্তা দেন তারা। সেই দিকেই এখন মনোনিবেশ করলেন নব্বই দশকের নায়িকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho