প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ৮:৫৯ পি.এম
তাফালবাড়ী শহীদ তিতুমীর একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী শহীদ তিতুমীর একাডেমিতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৫ জানুয়ারি)শনিবার একাডেমি প্রাঙ্গণে ৮ দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রিফাত ইসলাম মিতু । দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আব্দুল মালেক হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লিটন, তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সাংবাদিক শিক্ষক আব্দুল মালেক রেজা,শহীদ তিতুমীর একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ বেলায়েত হোসেন,শিক্ষক সাংবাদিক সুজন হাসান,তাফালবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, রাজ্জাক মৃধা প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তা করে।”
অনুষ্ঠানের শেষে বনভোজনের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা আনন্দঘন পরিবেশে সময় কাটান।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় একাডেমির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho