প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ৯:৫৭ এ.এম
রাউজানে নিহত জাহাঙ্গীর চিরনিদ্রায় শায়িত হলেন বাবা মায়ের পাশেই

বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজান দিন দুপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত জাহাঙ্গির আলমের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ ওয়ার্ডের নিরামিশ পাড়া গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা ব্যবসায়ী আলহাজ্ব জাহাঙ্গীর আলমকে ।
শনিবার (২৫ জানুয়ারী) বাদ আছর নামাজের পর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
শুক্রবার (২৪ জানুয়ারী) জুমার নামাজ আদায়ের জন্য গ্রামের বাড়িতে আসার পথে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ি জাহাঙ্গীর আলম (৫৫) নিহত হন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মালেশিয়ায় ব্যবসয়িক কাজ শেষ করে দেশে ফিরে জাহাঙ্গীর আলম। মৃত্যুকালে জাহাঙ্গীর আলম স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মতো বিদায় দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভাকাঙ্ক্ষীসহ কয়েক হাজারের অধিক লোকের সমাগম হয় জানাযায়।
জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানান ।
উল্লেখ্য, জানাযার দিন সকাল ১১টায় উপজেলার নোয়াপাড়া পথেরহাটে নোয়াপাড়া ইউনিয়নের সর্বসাধারণের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho