প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ১:১৮ পি.এম
জবি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা

জবি প্রতিনিধি
রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। সাবরিনা রহমান শাম্মী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিক ভাবে জানা যায়, সাবরিনা রহমান শাম্মীর গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছার নারায়নপুরে। বাবার নাম লিপ্টন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদের রাজধানীর মিডফোর্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুঃখপ্রকাশ করে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড . ফারহান জামান জানায় আমরা সমাজবিজ্ঞান পরিবার আজ শোকাহত। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।মিডফোর্ড হাসপাতালে আমিসহ আমাদের সমাজবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকরা অবস্থান করছি।পোস্টমর্টেমের বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে শিক্ষার্থীর বাবার সাথে এখনো কন্টাক্ট করতে পারিনি,তবে শিক্ষার্থীর চাচা এইখানে আছেন। শিক্ষার্থীর চাচা জানিয়েছেন তার পরিবার পোস্টমর্টেম করতে দিতে চান না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ভোর পাঁচটায় ঘটনা শোনা মাত্রই আমি সূত্রাপুর থানায় গিয়েছি। প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি বুয়েটের এক শিক্ষার্থীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। আত্মহত্যার নেপথ্যের আসল ঘটনা জানার জন্য এবং কেউ যদি প্রকৃত অপরাধী হয় তার বিচার নিশ্চিত করার জন্য পুলিশ মরদেহটি মির্ডফোড হাসপাতালে পাঠিয়েছেন। ময়না তদন্ত শেষে খুব দ্রুতই তাকে তার গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে তার পরিবারের কেউ মামলা করতে রাজি নয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho