প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ৩:১৪ পি.এম
হাকালুকি হাওরে দেখা মিললো বিরল বিপন্ন ’ভূতি ও বৈকাল তিলিহাঁস’

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
এশিয়ার অন্যতম বৃহৎ ও দেশের সর্ববৃহৎ জলাভূমি খ্যাত মৌলভীবাজারে হাকালুকি হাওরে এবার দেখা মিলেছে বিশ্বব্যাপি বিপন্ন "বেয়ারের ভূতি হাঁস" ও বাংলাদেশের বিরল প্রজাতির "বৈকাল তিলিহাঁস"। বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিনিধি দল গত ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিন ব্যাপি হাকালুকি হাওরে পরিয়ারী জলচর পাখি জরিপ শুমারি সম্পন্ন করেছে। যুক্তরাজ্যে সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে পরিচালিত এবং সিএনআরএস কর্তৃক বাস্তবায়নাধীন নবপল্লব প্রকল্পের আওতায় বাংলাদেশ বার্ড ক্লাব ২৩ ও ২৪ জানুয়ারি হাকালুকি হাওরে পাখি জরিপ শুমারি করে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ বন অধিদপ্তর।
পাখি জরিপে অংশ নেন পাখি বিশেষজ্ঞ ওমর শাহাদাত, ফাতুজো খালেক মিলা, সুলতান আহমেদ, মো. সাব্বির আহাম্মেদ, উজ্জ্বল দাস, আবু মুসা রাজু, মাহফুজ হিমেল ও খোরশেদ আলম।
বার্ড ক্লাবের প্রতিনিধি দল হাকালুকি হাওরের ৪৫টি বিলে সর্বমোট ৩৫,২৬৮ টি পাখি পর্যবেক্ষণ করেছে। তন্মধ্যে পিংলা বিলে বিশ্বব্যাপী বিপন্ন বেয়ারের দুটি ভূতি হাঁস, নাগুয়া-লরিবাই বিলে বাংলাদেশের বিরল প্রজাতির একটি বৈকাল তিলিহাঁস, সংকটাপন্ন তিনটি ফুলুরি হাঁস, সংকটাপন্ন মরচে রঙের ১৫৮৮টি ভূতিহাঁস, সংকটাপন্ন জাতের ছয়টি উত্তুরে টিটি, সংকটাপন্ন কালো মাথা ৩৯৩টি কাস্তেঢ়রা এবং বিশ্বব্যাপী বিপন্ন জাতের ৯০৯টি পাতি ভূতিহাঁস গণনা করা সম্ভব হয়েছে। এছাড়াও পিয়াং হাঁস ৫৫৫২টি, উত্তুরে ল্যাঞ্জ্যা হাঁস ৪২৭২টি, এশিয়া শামুকখোল ৪২২৮ টি পর্যবেক্ষণ করা হয়েছে।
হাকালুকি হাওরের প্রায় প্রতিটি মৎস্য জলাশয়ে মৎস্য আহরণ চলতে থাকায় এবং বেশির ভাগ বিল পানি শূন্য হয়ে পড়ায় বিগত বছরের তুলনায় এবার পাখির সংখ্যা তুলনামূলক কমসংখ্যক পাখি পরিলক্ষিত হয়েছে।
প্রতিনিধি দলের প্রধান ওমর শাহাদাত সূত্রে জানান, ব্যাপকভাবে ধান চাষের আবাদ ও বিলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ও বিষটোপে পাখি শিকার স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। এসময় কয়েকটি বিলে হাতেনাতে অবৈধ জাল ধরে তা বিনষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া প্লাস্টিক দিয়ে তৈরি পরিত্যক্ত মাছ ধরার ফাঁদ সমগ্র হাওরে ব্যাপকভাবে দৃশ্যমান পরিলক্ষিত হয়। পরিযায়ী পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে পারলে আগামিতে বিশ্বের বিভিন্ন ঠান্ডা প্রধান দেশ থেকে আরো বেশি অতিথি পাখির সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho