প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ১১:৪৮ এ.এম
সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করলো ভারতীয় নাগরিক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবক'কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা।
রোববার (২৬শে জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আহাদ আলী বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডা: শারমিন ফারহানা জেরিন।
নিহতের পরিবার সুত্রের বরাতে জানা যায়, রোববার দুপুরে জমি সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি বাসিন্দার আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে পরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সীমান্তবর্তী এলাকা উপজেলার শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক আত্বীয়তা রয়েছে। তবে জায়গা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ রয়েছে কি না তা জানা নাই। ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনাটি ঘটে।
এবিষয়ে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালর মর্গে রয়েছে। হত্যাকাণ্ড ঘটনায় জড়িত ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho