প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ১:৩০ পি.এম
ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা ছাত্রদলের যু্গ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক রেজাউল করীম-সহ আরো কয়েকজনের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগ করেছে উপজেলা সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০)।
তিনি জানান, তার ক্রয়কৃত জমি গত ২০ বছর ধরে ভোগদখল করে আসছে। উক্ত জমি নিয়ে একই এলাকার হালিম, আঃ মান্নান, আঃ মজিদ, সাইফুর, আলমগীর গং এর সাথে মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ চলে আসছে। উক্ত বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার আপোষের চেষ্টা করলেও মীমাংসা হয়নি।
গত ২৪ জানুয়ারী-২০২৫ সকাল বেলা আনুমানিক ১০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যু্গ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক রেজাউল করীম এর হুকুমে অভিযুক্তরা এলোপাতারি মারপিট শুরু করেন। এলোপাতারি মারপিটে আমার মাথায় গুরুতর জখম হলে আমি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমলেক্সে ভর্তি হই।
তিনি আরও জানান, মারপিটের সময় আমার বোনের ছেলে আরাফাত (১৪) মোবাইল ফোনে ভিডিও করতে গেলে মজিদ এবং তার পুত্র হালিম তাঁকেও মারধর করে। আরাফাতকে(১৪) বাচাতে আমার বড় ছেলের স্ত্রী গেলে তাঁকেও মারধর করে।এ ব্যাপারে আমি বাদী হয়ে থানায় অভিযোগ করেছি।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যু্গ্ম আহ্বায়ক রেজাউল করীমকে জিঙ্গাসা করা হলে তিনি বলেন আমি মারামারির সময় উপস্থিত ছিলাম না, পরে জানতে পেয়ে সেখানে যাই। নির্দেশ দেওয়ার তো প্রশ্নই উঠেনা। বিগত বৈঠকে আমাদের এলাকার মেম্বার উপস্থিত ছিলো তাঁর কাছে জানতে পারেন।
ভূরুঙ্গামারী সদর ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার/ প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফের সাথে কথা বললে তিনি বলেন, বিগত দিনে আমি বসে সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি আর মারামারির ব্যপারটি শুনেছি।
উপরোক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho