প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ১:৪০ পি.এম
নড়াইল সদর হাসপাতালের সাবেক প্রশাসনিক কর্মকর্তার আত্মসমর্পণ

যশোর অফিস
দুর্নীতির মামলায় নড়াইল সদর হাসপাতালের প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রউফ যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে আত্মসমর্পণ করেছে। রোববার আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিচারক স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রউফ যশোরের ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের মৃত মুন্সী আফছার উদ্দিনের ছেলে এবং বর্তমানে তিনি যশোর শহরতলীর তফসীডাঙ্গা এলাকার বাসিন্দা।
দুদক সূত্র জানায়, আব্দুর রউফ নড়াইল সদর হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। তার বিরুদ্ধে অসৎ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ ওঠায় তাকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। কিন্তু তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে অসঙ্গতি পাওয়া যায়। অর্থাৎ তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সাত কোটি আট লাখ ৩৯ হাজার ৮শথ৩২ টাকার সম্পদ অর্জন এবং তিনি সম্পদ বিবরণীতে চার কোটি ৩১ লাখ ৮১ হাজার ২শথ৭৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে। এর প্রেক্ষিতে দুদক যশোরের তৎকালীন সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন ২০২৩ সালের পহেলা জানুয়ারি আব্দুর রউফের বিরুদ্ধে মামলা করেন। এরপর মামলার তদন্ত শেষে দুদকের একই কর্মকর্তা ওই বছরের ১৭ সেপ্টেম্বর আব্দুর রউফকে অভিযুক্ত করে যশোরের স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেন। রোববার অভিযুক্ত আব্দুর রউফ ওই মামলায় যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho