প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ৩:৪৭ পি.এম
রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
রাঙ্গুনিয়া উপজেলার অন্যতম বিদ্যাপীঠ রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যাপক খায়েজ আহমদের সঞ্চালনায় ও অধ্যক্ষ আ.জ.ম.শা. ইলিয়াস সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আমিন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন শওকত আলী নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি. সহসভাপতি মো. ইউসুফ চৌধুরী, উত্তরজলা যুবদলের সহসভাপতি আজাদ খান, ইউসুফ শিকদার।
শামীম হোসেন চৌধুরীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি নাসির উদ্দীন নসু। আরো বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য মো. নুরুল হুদা লিটন,জাহাঙ্গীর আলম খোকন,
ইসমাইল শিকদার, প্রদীপ কুমার নন্দী, মো. নাসের প্রমূখ
প্রধান অতিথি বলেন, প্রতিটি শিক্ষার্থীই স্ব স্ব শিক্ষা প্রতিষ্টানের জন্য গর্ব। যদি সে নিয়মানুবর্তিতা, দেশ প্রেম, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ রেখে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়। মনে রাখতে হবে ভালো কিছু অর্জন করতে হলে ভালো মানষিকতা সম্পন্ন মানুষ হতে হবে।
প্রধান বক্তা লায়ন শওকত আলী নূর বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।
পরে বিভিন্ন প্রতিযোগিতায বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে একই মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho