প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ৮:১৫ পি.এম
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে বিজিবি'র অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক'কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে মোঃ রাহুল উদ্দিন বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ভারতীয় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত বলে জানায় বিজিবি। সোমবার (২৭শে জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ি থেকে অভিযানে ওই ভারতীয় নাগরিক'কে আটক করা হয়।
বিজিবি সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদের বাড়িতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে তাকে আটক করা হয়। তবে অভিযান কালে বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ির মালিক মোঃ রাজু আহমেদ পালিয়ে যায়। বিজিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি'র ব্যাটালিয়ন ৫২ (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিপিএম বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে নিকটস্থ থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho