প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ৮:১৬ পি.এম
জবি থেকে শিক্ষক নিয়োগে গণস্বাক্ষর শুরু করবে জবি ছাত্র অধিকার পরিষদ

জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য হতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। দাবি আদায়ে আগামীকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করবে তাঁরা।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ২ টার দিকে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ।
প্রেস ব্রিফিংয়ে কাজী আহাদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা সেভাবে প্রাধান্য পাচ্ছে না। এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ৬১ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। যেখানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের সংখ্যা প্রায় ৭০০। অর্থাৎ জবি শিক্ষার্থীদের মধ্য থেকে জবিতে শিক্ষক নিযোগ ১০% এরও কম।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি যে, শিক্ষক নিযোগের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিতে হবে। আমাদের বিশ্বাস, জবি থেকে ভিসি এবং ট্রেজারার নিয়োগের ফলে জবির উন্নতি যেমন দৃশ্যমান তেমন ভাবে জবির শিক্ষার্থীদের শিক্ষক নিয়োগে প্রাধান্যের নীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি মজবুত সম্পর্ক গড়ে উঠবে।
গণস্বাক্ষরের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই ন্যায্য দাবির পক্ষে আমরা আগামীকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর, শিক্ষকবৃন্দের সমর্থন কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho