
সীমান্ত এলাকায় মাটির নিচে বাঙ্কার। তাতে সারি দিয়ে সাজানো ফেনসিডিল। আছে আরও কিছু। যার অর্থমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি ৪০ লাখ রুপির বেশি। সম্প্রতি এমন বাঙ্কারের হদিস মিলেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্তে, যা দেখে হতবাক ভারতের তদন্তকারী সংস্থার কর্মকর্তারাও।
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কিষাণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়া শহরের ন’ঘাটা এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লোহার পাত দিয়ে তৈরি বাঙ্কার থেকে এই বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়।
গোপন সূত্র খবর পেয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২ ব্যাটালিয়ন এই অভিযান চালায়। অভিযানে ৩টি ভূগর্ভস্থ স্টোরেজ বাঙ্কার থেকে ৬২ হাজার ২০০ বোতল ফেনসিডিলের একটি বিশাল চালান উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ৪৪৪ রুপি। এই সমস্ত ফেনসিডিল বাংলাদেশে পাচারের জন্য রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে বিএসএফ। তার আগেই এই সফল অভিযান।
শনিবার (২৫ জানুয়ারি) বিএসএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সঠিক এবং নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ৩২ ব্যাটালিয়ন বিএসএফ দক্ষিণ বেঙ্গল সীমান্তের বর্ডার আউটপোস্ট টুঙ্গির কর্মীরা দুপুর ২.৪৫ মিনিটে নদীয়া জেলার মাঝদিয়া শহরের ন’ঘাটা এলাকায় ঘেরাও এবং তল্লাশি অভিযান শুরু করেন।
বিএসএফ এবং স্থানীয় পুলিশ এই অভিযানে অংশ নেয়। তল্লাশির সময় মাটির নিচে থাকা ৩টি ভূগর্ভস্থ স্টোরেজ বাঙ্কার পাওয়া যায়। এর মধ্যে দুটি বাঙ্কার ঘন গাছপালার নিচে তৈরি এবং একটি স্টোরেজ বাঙ্কার লোহার শিট দিয়ে একটি কুঁড়েঘরের নিচে তৈরি করা ছিল। এই স্টোরেজ বাঙ্কারগুলো থেকে ফেনসিডিলের বোতল ভর্তি বাক্সগুলি উদ্ধার করা হয়। মোট ৬২,২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই বিপুল পরিমাণ ফেনসিডিলের উদ্ধারে তদন্তকারী কর্মকর্তারাও বিস্মিত হয়ে যান।
ফেনসিডিলের জব্দ করা চালানটি পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিএসএফ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সন্দেহ, শুধু ফেনসিডিল নয়, কোনো অসৎ উদ্দেশ্যে এই বাঙ্কার তৈরি করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho