প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ৯:৩৭ এ.এম
মোংলা ফ্রেন্ডশিপ এনজিও-র উদ্যোগে দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
উপকূলীয় এলাকায় দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দুর্যোগের পূর্বে, চলাকালীন ও পরবর্তী সময় ব্যেক্তি,পরিবার ও সামাজিক প্রস্তুতিসহ জান মালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মোংলার চাঁদপাই ইউনিয়নের দঃ কাইনমারী চাঁদপাই সেন্ট মেরিস্ প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭ জানুয়ারী) বিকাল ৩ টায় মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দঃ কাইনমারী সেন্ট মেরিস্ প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রেন্ডশিপ'র আয়োজনে ও অঞ্জন বিশ্বাস এর পরিচালনায় চিলা ইউনিয়ন সিপিপি স্বেচ্ছাসেবকদের অংশগ্রহনে দুর্যোগে প্রস্তুতি বিষয়ক এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা জনাব প্রশান্ত হাওলাদার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ এনজিওর প্রতিনিধি জনাব মোঃ এমদাদুল হক, আঞ্চলিক সমন্বয়কারী, জনাব মোঃ জাহিদ পারভেজ, প্রজেক্ট ম্যানেজার সিআইডিআরআর কোস্টাল প্রজেক্ট, প্রজেক্ট অফিসার সনজয় অধিকারী, প্রজেক্ট অফিসার জনাব মোঃ আনোয়ার হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর, জনাব মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ অমিত হাসান। এছাড়া সিপিপি সদস্যরা,শিক্ষক ও স্থানীয় গন্যমান্য প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জনাব প্রশান্ত হাওলাদার বলেন, প্রতিবারের ঘূর্ণিঝড়ে কেড়ে নেয় উপকূলের মানুষের জান মাল,সচেতনতার অভাবে বেশিরভাগ ক্ষতি হয় উপকূলীয় এলাকায়। তাই ঘূর্ণিঝড় চলাকালে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মাঠ মহড়া থেকে অনেক শিক্ষা নেওয়া উচিত।
পরে মাঠে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবনযাত্রা ও ঘূর্ণিঝড় এলে করণীয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho