
বান্দরবানের লামায় অস্ত্রসহ মংএনু মারমা (৩৪) নামের এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয়র। সোমবার উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় তাকে আটক করা হয়। মংএনু মারমা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে কিছু পাহাড়ি সন্ত্রাসী উপজেলার দুর্গম এলাকাগুলোতে ব্যবসায়ীসহ বিভিন্নজনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে একটি সন্ত্রাসী দল। আজ বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করতে আসলে স্থানীয়রা একটি পিস্তলসহ একজনকে আটক করে।
ক্যায়াজুপাড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে কিছু পাহাড়ি লোকজন সংঘবদ্ধ হয়ে সরই ইউনিয়ের লম্বাঘোনা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে সেখানে মংএনু মারমা অস্ত্রসহ ধরা পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। এ সময় মংএনুর কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho