
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আটকে পড়া স্থানীয়দের আগেই সতর্ক করা হয়েছিল। তবে কেউ যদি ইতোমধ্যেই বের হয়ে না থাকে তাহলে এখন আর বের হওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) অস্ট্রেলিয়ার সিডনি থেকে এএফপি এ খবর জানায়।
ভিক্টোরিয়া রাজ্যের পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় দাবানলে ৬৫ হাজার থেকে এক লাখ ৬০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে, যা প্রায় সিঙ্গাপুরের আকারের সমান। দাবানল এখন মেলবোর্ন থেকে প্রায় ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত ছোট কৃষি শহর ডিম্বুলার দিকে এগিয়ে যাচ্ছে।
দমকল বাহিনীর প্রধান জেসন হেফারনান জানান, সোমবার সন্ধ্যায় রাজ্যটিতে তীব্র বাতাস বয়ে যাওয়ার ফলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া আগুন জাতীয় উদ্যানের ৪০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর প্রধান জাতীয় সম্প্রচারক মাধ্যম এবিসিকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রায় ১০০ মানুষ ডিম্বুলার বাইরে একটি উচ্ছেদ কেন্দ্রে নিবন্ধন করেছেন। তবে সেখানে প্রায় এক হাজার ছয়শত লোক বাস করে।’
রাজ্যের জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যেই কেউ যদি বের হয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ না করে, তবে তাকে সরিয়ে নেওয়া এখন অসম্ভব প্রায়। এজন্য ঘরেই থাকা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।
সোমবার গভীর রাতে ভিক্টোরিয়ার অন্য একটি অংশে বজ্রপাতের ফলে গ্র্যাম্পিয়ানস জাতীয় উদ্যানের জঙ্গলে ছোট গাছপালায় আগুন জ্বলে ওঠে এবং এর ফলে দাবানলের সূত্রপাত হয়।
হেফারনান বলেন, ‘ওই বজ্রপাতটি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে।’
বিজ্ঞানীরা ১৯৫০ সালের পর থেকে দেশজুড়ে চরম অগ্নিকাণ্ডের আবহাওয়ার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি নথিভুক্ত করেছেন। সূত্র: এএফপি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho