প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১০:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ১:৩৭ পি.এম
রায়পুরায় সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে তারুণ্য উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে তারুণ্য উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশের পর এই অনুষ্ঠান হয়।
প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় সায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো সালাউদ্দিন সহ সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি তিন ভাগে আয়োজন করা হয়। প্রথমে ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে ও ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়। পরের অংশে বিদ্যালেয়র নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগিতা এবং শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
"জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ " শীর্ষক বিতর্কে মডারেটরের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক মো আতিকুর রহমান এবং সিনিয়র শিক্ষিকা ও শিক্ষক প্রতিনিধি শাম্মী আক্তার। সার্বক
ব্যবস্থানায় ছিলেন সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এ কে এম সেলিম এবং সাজসজ্জার দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক আলিমুল ইসলাম।
বিতর্কে পক্ষ দল বিজয়ী হয়। নবম শ্রেণির ছাত্রী নাফসিহার নেতৃত্ব পক্ষ দলের অন্যান্য বক্তারা হলেন মাহিমা ও তাহমিনা। বিপক্ষ দলের নেতৃত্বে ছিলেন একই শ্রেণির ছাত্র স্বাধীন মিয়া। বিপক্ষ দলের অপর দুজন বক্তা ছিলেন- নূরদিয়ানা ও লিজা। বিতর্কে সেরা বিতাার্কিক নির্বাচিত হন পক্ষ দলের দল নেতা নাফসিহা।
বিতর্কের পরপরই ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব শুরু হয়। সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho