প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৫, ৯:৫১ এ.এম
রাউজানে বিএনপি কর্মীর মায়ের কবর জেয়ারতে গেলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন 'আমার প্রিয় ছোটভাই মো. আলী সুমনের মমতাময়ী মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মায়ের শূন্যতা পূরণ করার কারও ক্ষমতা নেই। মুরব্বী হিসেবে তার বড়ভাই হিসেবে তার পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে আমার।
মঙ্গলবার (২৮ জানুয়ার) দুপুরে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের বায়তুর রহমান জামে মসজিদের পাশ্বস্থ কবরস্থনে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.আলী সুমনের মাতা হোছনারা বেগমের কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, মো. আলী সুমন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সংগঠনের দুঃসময়ের পরিক্ষিত সৈনিক। প্রতিটি নেতাকর্মীর অনুপ্রেরণা হচ্ছে গর্ভধারণী মা। এই মা হারানোর মতো কষ্ট আর নেই। মৃত্যুর আগ পর্যন্ত মো. আলী সুমন যেভাবে তাঁর মায়ের পাশে ছিল তা প্রশংসনীয়। তার মমতাময়ী মায়ের মৃত্যুতে আমি খুবই মর্মাহত। শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শোককে শক্তিতে রূপান্তর করে সমাজকে আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী৷
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, রাজনীতিবিদ ফিরোজ আহমেদ মেম্বার, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, আমীন উদ্দিন, বিজয় টিভির সিও জুয়েল চৌধুরী, মোজাম্মেল হক, যুবনেতা মাহাবুব, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক শহীদ চৌধুরী, ওমর ফারুক, আবদুল মান্নান মনি, হাসান বাহাদুর, সৈয়দ মো.তৌহিদুল আলম, মো. জাবেদ, মো. রাশেদ, পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, ছোটন আজম, তসলিম উদ্দিন, শাহাদাত মির্জা, শাহজান সাহিল, রেওয়াজ, রিয়াজ চৌধুরী, নবীদুল আলম, আবুল মনছুর, মো. হোসেন, খোরশেদ, আলমগীর, আবদুর শুক্কুর, নুরুল ইসলাম, রবিউল হোসেন, রিদোয়ান, জসিম মেম্বার, লোকমান, রিমন প্রমুখ ।
মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুর মোহাম্মদ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho