
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান শুরু করেছে দেশটির স্থানীয় প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের এমন কঠোর অবস্থান দেখে কান্নায় ভেঙে পড়েছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। এ তারকা মঙ্গলবার (২৮ জানুয়ারি) ক্ষোভ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন।
সেলেনা ভিডিওটিতে বলেন, ‘আমি খুবই দুঃখিত। আমার সমস্ত লোক আক্রমণের শিকার হচ্ছে...! বাচ্চারা, আমি বুঝতে পারছি না। আমি খুবই দুঃখিত! আমি যদি কিছু করতে পারতাম কিন্তু আমি পারছি না। আমি জানি না কী করবো। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি।
ভিডিওটি প্রকাশের পর অনেকে সেলেনার প্রসংশা করছেন, অনেকে আবার করছেন সমালোচনা। বলা যায়, রীতিমত দু’টি গ্রুপ দাঁড়িয়ে গেছে সেলেনার পক্ষে-বিপক্ষে। আমেরিকান সংগীতশিল্পী লানা দেল রে, যিনি ট্রাম্পের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’- এর সমর্থক। তিনি সেলেনাকে একহাত নিয়েছেন।
সেলেনা ইনস্টাগ্রাম স্টোরি থেকে ভিডিওটি ডিলেট করে দিয়েছেন। তবে ভিডিওতে সেলেনার সমালোচনা করে লানা দেল রে- এর মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত হচ্ছে। লানা দেল মন্তব্য করেছেন, ‘জিনিসপত্র গুছিয়ে তোমার মেক্সিকো ফিরে যাওয়া উচিত। তোমার দাদীকে সঙ্গে নিয়ে যাও।’
উল্লেখ্য, সেলেনা দীর্ঘদিন ধরে অভিবাসন অধিকার নিয়ে সোচ্চার। এমনকি এর উপর ভিত্তি করে তিনি ২০১৯ সালে ‘লিভিং আনডকুমেন্টেড’ নামে একটি নেটফ্লিক্স ডকুমেন্টারি তৈরি করেছিলেন। সেলেনার পুর্বপুরুষ মেক্সিকান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho