
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা আজ বুধবার বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ লক্ষ্ টাকার বিপুল পরিমান ভারতীয় মদ, ভারতীয় শাড়ী,কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক, কাজু বাদাম,ঔষধ, মলম, কিটনাশক এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান,
গোপন গোয়েন্দা সুত্রে খবর পেয়ে বিজিবির একটি টহল দল আমড়াখালী চেকপোস্ট ,বেনাপোল আইসিপি’ এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ লক্ষ ৫০ হাজার টাকার ভারতীয় চোরাচালানী পন্য জব্দ করে। বিজিবি সীমান্তে চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ফলে সীমান্তে প্রায় বন্ধ হয়ে এসেছে চোরাচালান ব্যবসা।
বিজিবি অধিনায়ক ও উপ অধিনায়ক আরো জানান, চোরাকারবারীরা সরকারের শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে চোরাচালানী পণ্য পাচার করে থাকে। পাচার রোধে বিজিবি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানকে স্থানীয় জনগণ প্রসংশা করছে।