প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ৩:২২ পি.এম
বেলকুচিতে বাক প্রতিবন্ধীর জায়গার দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী)। সকাল ১১ টার দিকে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাক প্রতিবন্ধী মনিরুল ইসলামের বড় ভাই মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, মুকুন্দগাতী গ্রামের জুলহাস উদ্দিনের কাছে বেশ কিছুদিন আগে ১৮ শতক পৈত্রিক সম্পত্তি বিক্রি করা হয়। কিন্তু জুলহাস উদ্দিন বিভিন্ন সময় জোড়পূর্বকভাবে ২৩ শতক জায়গা দখল করার পায়তারা করেন। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের গত ২৪ জানুয়ারী বিকাল ৪ টার সময় লোকবল ও বাশেঁর লাঠি,কাঠের বাটাম ও লোহার রড দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে জোড়পূর্বকভাবে প্রবেশ করে। আমরা তাদের বাধাঁ দিলে তারা আমাদের উপর লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে এতে আমার হাতে লেগে মারাত্মাকভাবে জখম হয়।
এছাড়াও তারা উপর্যপুরি এলোপাথারীভাবে মারপিট করে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপেক্স ভর্তি করেন। পরবর্তীতে এ বিষয়ে বেলকুচি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। উক্ত সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন বেলকুচি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মুকুল হোসেনসহ ভুক্তোভোগী পরিবাররের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho