পঞ্চগড় প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর মরদেহ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির করা হলে সাড়ে ১১টা পর্যন্ত শুনানিতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন ও আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
উভয় পক্ষের শুনানি শেষে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক নাহিদা আকতার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১০ নভেম্বর আল আমিন এর বাবা মনু মিয়া বাদী হয়ে সাবেক রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে প্রধান করে ১৯ জন ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে হত্যা ও গুমের মামলা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আদম সুফি বলেন, আজকের এই মোকদ্দমায় পঞ্চগড় সদর থানার একটি মামলায় হত্যা এবং অপহরণের মামলা ছিল। সেই মোকদ্দমায় আসামির ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এটি আসলে একটি রহস্যময় এবং ভিকটিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদঘাটনের জন্যই এই মামলার আসামির রিমান্ড প্রয়োজন ছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho